ষ্টাফ রিপোর্টারঃ
যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতি সৌধে শুক্রবার সকালে সূর্যদয়ের সাথে সাথে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের মহিলা সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোঃ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি, মৌলভীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, শরীর চর্চা সোসাইটি, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, মৌলভীবাজার আইনজীবি সমিতি, আঞ্চলিক পাসপোর্ট অফিস, শমশেরনগর রোড ব্যবসায়ী সমিতি, জেলা সমবায় অফিস, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ইম্পিরিয়েল কলেজ, হোয়াইট পার্ল শিক্ষা পরিবার, হোপ ফাউন্ডেশন অব মৌলভীবাজার, বিআরডিবি মৌলভীবাজার, মৌলভীবাজার বিআরটিএ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এবং সরকারি ও আধাসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতি সৌধ প্রঙ্গণে।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন।
Post Views:
0