ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজারে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিণীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর মৌলভীবাজার জেলা নির্বাহী কমিটির আহ্বায়ক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ও ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদ হোসেন মকু।
আইডিইবির জেলা নির্বাহী কমিটির সদস্য সচিব আব্দুল মুনিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সড়ক ও জনপদের জেলা সাধারণ সম্পাদক আরিফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী খোরশেদ আলম ও পাবেল আহমদ।
এর আগে সকাল ১১ টায় শহরের পৌর মিলনায়তনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে প্রেসক্লাব চত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় আবার পৌর সভায় মিলিত হয়।
Post Views:
0