ষ্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ২ঘটিকা পর্যন্ত ৭ উপজেলার ৭টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। মৌলভীবাজার সদর উপজেলার দু’জন প্রার্থীই সমান ভোট পান। পরবর্তীতে লটারীর মাধ্যমে হাসান আহমদ জাবেদকে বিজয়ী ঘোষণা করা হয়।
সাধারণ সদস্য পদে মৌলভীবাজার সদর উপজেলায় হাসান আহমদ জাবেদ, কমলগঞ্জে অধ্যক্ষ হেলাল উদ্দিন, শ্রীমঙ্গলে মশিউর রহমান রিপন, কুলাউড়ায় বদরুল আলম নানু, জুড়ীতে বদরুল ইসলাম, বড়লেখায় আজিম উদ্দিন এবং রাজনগরে জিয়াউর রহমান।
সংরক্ষিত মহিলা ওয়ার্ডে শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা থেকে হেলেনা চৌধুরী, সদর-রাজনগর উপজেলা থেকে রাকিবা সুলতানা তালুকদার ও বড়লেখা-জুড়ী-কুলাউড়া উপজেলা থেকে শিরিন আক্তার চৌধুরী মুন্নী নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মিছবাহুর রহমান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখানে শুধু ৭টি সাধারণ ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে এই নির্বাচন হয়।
৭টি কেন্দ্রে ৯৫৬ জন। ভোটাধীকার প্রয়োগ হয়েছে ৯৯ শতাংশ।
জেলার ৭ উপজেলায় ৭টি সাধারণ ওয়ার্ডে ২১ জনসহ মোট ২৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭ জন নারী প্রার্থী ৩ টি সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর ৭ টি কেন্দ্রেই ভোট নেওয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
তবে চেয়ারম্যান পদের প্রার্থী আগেভাগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় এখানকার সাধারণ মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না। এমন পরিস্থিতিতে ও মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন।
মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, আমাদের সকল কেন্দ্রগুলোতে ইতোমধ্যে ইভিএম মেশিনগুলোর মাধ্যমে ভোট হয়। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় ৭টি ভোট কেন্দ্র ছিল। এ গুলোর আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে ৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আনসাররা কেন্দ্রে দায়িত্ব পালন করেন।
Post Views:
0