ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে টিলা ধসে চার নারী চা-শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ১জন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।
কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ঘর লেপার জন্য শুক্রবার সকালে চার জন নারী চা-শ্রমিক মাটি আনতে গিয়েছিলেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়লে ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে আরও দুজন মারা যান। এঘটনায় বাগান জোড়ে শোকের মাতম বিরাজ করছে।
ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।