বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ২০২২-২৩ সালের নির্বাচনে ঐতিহ্যবাহী কুলাউড়ার কৃতি সন্তান বিজ্ঞ আইনজীবি ও সাবেক শিক্ষক এডভোকেট বদরুল হোসেন ইকবাল সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি কুলাউড়া উপজেলার কৌলারশি গ্রামের সন্তান।
২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে রাত ১১টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আজাদুর রহমান নির্বাচিত হয়েছেন।
জানা যায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল ১৯৮৭-৮৮ সালে কুলাউড়া ডিগ্রী কলেজ জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৭-৮৮ সালে দ্বিতীয় বারের মতো কুলাউড়া ডিগ্রী কলেজ জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯০-৯১ সালে কুলাউড়া উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি এবং ১৯৯২-১৯৯৩ সালেও দ্বিতীয় বারের মতো উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মহতোসিন আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ২০০০ সালে প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ২০০১ সালে গ্রোজুয়েটস টিচার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ন। ২০০২ সালে মৌলভীবাজার জজ কোর্টে আইন পেশায় যোগদান করেন। ২০০৭ সালে মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সদস্য, ২০১৮ সালে সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ২০১৭ সালে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল বলেন, বিচার প্রার্থী জনগন যাতে ন্যায় বিচার পান এ জন্য আমরা আন্তরিকতার সহিত কাজ করে যাব। আইনের শাসন বজায় রাখার স্বার্থে আইনজীবী সমিতি (বার) ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে আমরা বদ্ধ পরিকর। দালাল মুক্ত আইনাঙ্গ ও সাধারণ বিচার প্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন সেই ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, পেশার মর্যাদা রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাব। বারের অবকাঠামোগত উন্নয়নের জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
কমিটির অন্যান্য বিজয়ীরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম মোস্তাফিজুর রহমান চৌধুরী, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট বাবু সুবিমল লিন্দকিরি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট সাকির আহমেদ, সদস্য পদে অ্যাডভোকেট রোকসানা আক্তার, অ্যাডভোকেট শতদল চক্রবর্তী, অ্যাডভোকেট মোঃ হোসেন বক্স, অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এবং অ্যাডভোকেট আব্দুল্লাহ আলমগীর নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে অ্যাডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী ও যুগ্ম কমিশনার হিসেবে অ্যাডভোকেট আব্দুল মুমিন চৌধুরী দ্বায়িত্ব পালন করেন।
নির্বাচনে ৪’শ ১২ জন ভোটারের মধ্যে ৩’শ ৭৬জন ভোটাধিকার প্রয়োগ করেন।