ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয়করণ বঞ্চিত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবীতে শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় সাহিত্য সংসদে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট বিভাগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সভাপতি হাসীব কবীর পাপ্পুরাজ, উপদেষ্টা হুমায়ুন কবির পন্ডিত, উম্মে কুলসুম, সালমা ইসলাম চায়না, আশরাফুল ইসলাম অমিত, সাধারণ সম্পাদক শাহাজাহান মিয়া, সিলেট জেলা সভাপতি মোঃ বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ মহসিন উদ্দিন প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা রাখেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারী সারাদেশের ২৬ হাজার ১শ ৯৩ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু এসময় সরকারি সকল শর্ত পূরণের পরেও ৪ হাজার ১শ ৫৯টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়নি। জাতীয়করণ থেকে বঞ্চিত বিদ্যালয়গুলোর কোমলমতি শিক্ষার্থীরা সমাপনী পরীক্ষায় প্রতি বছর ভালো ফলাফল করছে। কিন্তু সরকার প্রদত্ত অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। নেতৃবৃন্দ বলেন, দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
সিলেটে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মতবিনিময় সভা
