ষ্টাফ রিপোর্টারঃ
সৃজনশীল চেতনায় উজ্জীবিত কিছু মানুষ মৌলভীবাজারের শেরপুরে গঠন করেছেন শ্রীহট্ট সাহিত্য সংসদ। এ উপলক্ষে শুক্রবার রাতে স্থানীয় শেরপুরস্থ সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম’কে সভাপতি ও কবি ইয়াসিন সেলিম’কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ, যাদব সুত্রধর, ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, প্রভাষক শাকের আহমেদ, সাংগঠনিক সম্পাদক লিটন দেব জয়, কোষাধ্যক্ষ দেবাশিষ চৌধুরী, প্রচার সম্পাদক জুয়েল আহমদ, দফতর সম্পাদক ফাহাদ আহমদ শিপন, সাংস্কৃতিক সম্পাদক বিধান রায়, সহ-সাংস্কৃতিক সম্পাদক মিতু রায়, আইটি সম্পাদক হেলাল মোহাম্মদ, নির্বাহী সদস্য আবুল হোসেন, রাশেদ হোসেন ও জাকারিয়া কবির।
দিকে এ সাহিত্য সংসদের উচ্চতর নীতি নির্ধারক হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
মৌলভীবাজারে শ্রীহট্ট সাহিত্য সংসদ গঠন
