ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার পৌরসভাকে ফুলেল শহরে রূপান্তরিত করার লক্ষে মঙ্গলবার দুপুরে মেয়র চত্বরে পৌরসভার উদ্যোগে মাসব্যাপি ফুল গাছ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
পৌর মেয়র মো: ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার বিএমএ ও চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক মোসাহিদ আহমদ চুন্নুু।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালিক, প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্ত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সাংবাদিক হাসানাত কামাল ও বকসী মিছবাহুর রহমান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পৌর সভার পুকুর পারে ফুলগাছের চারা রোপন করে মাস ব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন।
মেয়র সমাপনী বক্তব্যে বলেন, পৌর শহরেকে ফুলের শহরের রূপান্তরিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। মাস ব্যাপি শহরের বিভিন্ন বাসা বাড়ি, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তায় ফুলের গাছ লাগানো হবে।
অনুষ্ঠানে পৌর কাউন্সিলরবৃন্দ ও শহরের বিভিন্ন শ্রেণী এবং পেশার লোক উপস্থিত ছিলেন।
Post Views:
0