ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সারদীয় দূর্গাপুজার সভা শেষে বাড়িতে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলার স্বীকার হয়েছেন মহেশ্বরী পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক সঞ্জয় ভট্টচার্য্য। ০২ আগষ্ট রাত ১১টায় পূজার প্রস্তুতি মিটিং শেষে মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদের সভাপতির সাথে পূজার বিষয় নিয়ে আলোচনা করতে উনার বাড়িতে যাওয়ার যাওয়ার পথে শান্তিবাগ এলাকায় উৎপেতে থাকা মুখ ডাকা মৌলভীবাদী মুর্শেদ আহমদ চৌধুরীর নেতৃত্বে ৮/১০ জনের দল অতর্কিত হামলা করে। মৌলভীবাদীদের অতর্কিত হামলা সঞ্জয় ভট্টচার্য্য গুরুত্বর আহত হন। সঞ্জয় ভট্টচার্য্য এর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে মৌলবাদীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টাণ ঐক্যপরিষদ এর মৌলভীবাজার জেলা কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে যান।
এবিষয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হুমায়ুন কবির বলেন, মৌলভীবাদীদের আঘাতে গুরুত্বর আহত হয়ে একজন হিন্দু লোক ভর্তি হয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।
Post Views:
0