সরওয়ার আহমদঃ করোনা ভাইরাসের নখরছোবলের মুখে মৌলভীবাজার সদর আধুনিক হাসপাতালে রোগ নির্ণয়ের জন্য একটি পিসিআর ল্যাব স্থাপনের জন্য গত ২০২০ সনের এপ্রিল মাস থেকেই দাবী উঠেছিলো। জেলা উন্নয়ন এবং সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত বন ও পরিবেশ মন্ত্রী মোঃ শাহাবুদ্দিন, জেলা সদরের সংসদ সদস্য নেছার আহমদ এবং সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন পি.সি.আর ল্যাব বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পৃথক পৃথক ভাবে ডি.ও লেটারও ইস্যু করেছিলেন বলে জানা যায়। অন্যদিকে করোনা রোগাক্রান্তদের অক্সিজেন নিশ্চিত করার জন্য একটি অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানানো হয়। সংশ্লিষ্ট মন্ত্রনালয় বাস্তব অবস্থার আলোকে পি.সি. আর ল্যাব এবং অক্সিজেন প্লান্ট নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় বরাদ্দও নিশ্চিত করেছিলো বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ। কিন্তু এ দুটি প্রকল্পকে ঘিরে ষড়যন্ত্র এবং ব্যবসায়িক ধান্ধাবাজ চক্র সক্রিয় হয়ে উঠাতে দুটি প্রকল্পই ঝুলন্ত অখবা অনিশ্চিত হয়ে উঠেছে। পি.সি.আর ল্যাব পরিচালনার জন্য অবকাঠামো এবং দক্ষ অপারেটর তৈরী করা হলেও অদৃশ্য কারণে পি.সি আর ল্যাব মেশিন আসছেনা। সদর হাসপাতাল কর্তৃপক্ষ খোলামেলা না বললেও আভাসে ইঙ্গিতে বলছেন- পি.সি.আর ল্যাব স্থাপনের ক্ষেত্রে অদৃশ্য বাঁধা রয়েছে। একই অবস্থা ধরেছে অক্সিজেন প্লান্ট নির্মাণের ক্ষেত্রেও। প্লান্ট স্থাপনের টিকাদার একটি ঔষধ কোম্পানী প্রাথমিকভাবে কাজ শুরু করলেও এখন রহস্য জনক ভাবে নিষ্ক্রিয় রয়েছে। করোনা মহামারি মোকাবেলায় সিলেট বিভাগের তিনটি জেলার সরকারি হাসপাতাল স্বনির্ভর থাকলেও ব্যতিক্রম শুধু মৌলভীবাজার। তার নেপথ্যে কি রয়েছে আঞ্চলিক বিদ্বেষ নাকি ব্যবসায়িক ধান্ধা? অভিজ্ঞ মহল শেষোক্তটিকে প্রধান অন্তরায় মনে করেছেন। করোনা টেষ্টের রেজাল্ট দ্রুতগতিতে পাওয়ার লক্ষ্যে অধিকাংশ রোগী সিলেট সদরের প্রতি ঝুঁকে পড়েছেন। রোগী নিয়েও দৌড়াচ্ছেন সিলেটের বেসরকারি হাসপাতাল সমূহে। এমতাবস্থায় সিলেটের বেসরকারি কয়েকটি হাসপাতাল ব্যবসায়িক মজমা জমিয়ে বসেছে। অক্সিজেন সরবরাহেরও গ্যারান্টি দিচ্ছে তারা। ফলে ব্যবসায়িক মুনাফা অক্ষত রাখার জন্য কায়েমী চক্র মৌলভীবাজার সদর হাসপাতালের পি.সি.আর ল্যাব এবং অক্সিজেন প্লান্ট স্থাপনের বিরুদ্ধে আদাজল খেয়ে মাঠে সংক্রিয় রয়েছে বলে ভূক্তভোগী মহলে আওয়াজ উঠেছে।
মন্তব্য প্রতিবেদন-মৌলভীবাজারে পিসিআর ল্যাব এবং অক্সিজেন প্লান্ট স্থাপন নিয়ে টালবাহানার নেপথ্যে রহস্য কোথায়?
