ষ্টাফ রিপোর্টারঃ ফিলিস্থিনিদের উপর ও মসজিদে আকসায় হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ম্যান ফর হিউম্যানিটি অব বাংলাদেশের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক বক্সি ইকবাল আহমদের সভাপতিত্বে ও মানবাধিকার সংগঠক চৌধুরী মোহাম্মদ মেরাজের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন আহমেদ, মৌলনা মফজ্জুল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইকবাল হোসেন, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ রুহুল আমিন, ম্যান ফর হিউম্যানিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদর রহমান, সমাজ সেবক আলহাজ্ব শাহ গিয়াস উদ্দিন, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাওলানা মকবুল হোসেন খান, হুমায়ুন রহমান বাপ্পী, মামুনুর রশিদ চৌধুরী, দুরুদ আহমদ, দুর্জয় ক্লাবের সাধারন সম্পাদক তাকবীর হোসাইন, আজগর আলী ও ফজলুর রহমান রাফাহ প্রমুখ।
এছাড়া প্রতিবাদ সমাবেশে ম্যান ফর হিউম্যানিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।
মসজিদে আকসায় হামলার প্রতিবাদ মৌলভীবাজারে
![মসজিদে আকসায় হামলার প্রতিবাদ মৌলভীবাজারে](https://mbpratidin.com/wp-content/uploads/2021/05/852.jpg)