রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অগ্নিকা-ে বাছুরসহ ৪টি গরু, ২টি ছাগল, নগদ ১ লাখ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের মোস্তফা বকসের বাড়িতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে গরু ঘরে আগুন লাগে। এ সময় গরু ঘর থেকে বসত ঘরেও আগুন বিস্তার লাভ করে। এতে বসত ঘরে আগুন জ্বলতে দেখে বাড়ির বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। এই অগ্নিকা-ে নগদ ১ লাখ টাকা, আসবাবপত্র, ৪টি গরু ও ২টি ছাগল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তথ্য মতে, গরুর ঘরে মশার কয়েলের আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, অগ্নিকা-ের খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গোয়াল ঘরের কয়েলের আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।