ষ্টাফ রিপোর্টারঃ
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আজকের সিলেট ডটকম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক পূর্ববাংলা পত্রিকার যুগ্ম সম্পাদক, লন্ডন মহানগর যুবলীগের সহ-সভাপতি কবি ও নব্য রূপকার আজিজুল আম্বিয়া ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট এ. কে. এম. দাউদুর রহমান মিনা ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. মো.জাফর ইকবাল এর স্বাক্ষরিত প্যাডে তাকে এ তথ্য জানানো হয়।
যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আজিজ আম্বিয়া মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ধাইসার গ্রামের বাসিন্দা।
দায়িত্ব পাওয়া পরবর্তী এক প্রতিক্রিয়ায় আজিজুল আম্বিয়া সাংবাদিকদের বলেন, ভালো কাজের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি নিষ্ঠা, আস্থা ও প্রতিশ্রুতিবদ্ধতার সাথে দায়িত্ব পালন করবে। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাষ্ট্রীয় অবক্ষয় দূরে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন জণকল্যানমূলক কাজের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের আদর্শ রূপে কাজ করতে চান। একজন রেমিট্যান্স যোদ্ধা হয়েও দেশমাতৃকার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আজিজ আম্বিয়া। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।
Post Views:
0