ষ্টাফ রিপোর্টারঃ
তৃতীয় ধাপের মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছেন আ’লীগ বিদ্রোহী প্রার্থী সাইফুর রহমান বাবুল। রোববার দুপুরে জেলা অতিরিক্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদের কাছে মনোনয়ন প্রত্যাহার করেন। এখন ওই পৌর সভায় বিএনপি মনোনীত প্রার্থী মোঃ অলিউর রহমান ও ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোঃ ফজলুর রহমানের মধ্যেই ভোট যুদ্ধ হবে।
তবে আ’লীগ স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিজয়ের পথ অনেকটা নিশ্চিত হয়ে গেছে বর্তমান মেয়র মোঃ ফজলুর রহমানের। উনার সততা ও দক্ষতায় ফের তিনি মেয়র নির্বাচিত হবেন বলে মন্তব্য করছেন জেলার সচেতন ভোটাররা।
এবিষয়ে মনোনয়ন প্রত্যাহারকারী সাইফুর রহমান বাবুল বলেন, সার্বিক দিক বিবেচনা করে দলের সিদ্ধান্তের আলোকে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।
এবিষয়ে জেলা অতিরিক্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।