ষ্টাফ রিপোর্টারঃ
তৃতীয় ধাপের মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির চূড়ান্ত দলীয় মনোনয়ন পেয়েছেন অলিউর রহমান। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
২০১৫ সালের পৌর নির্বাচনেও তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি বিজয়ী হতে পারেননি। তাকে হারমানতে হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগ সভাপতি মো. ফজলুর রহমান কাছে। এবারও নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান মেয়র মোঃ ফজলুর রহমান। আগামী ৩০ জানুয়ারীর নির্বাচনে তাদের দুজনের মধ্যে মূল লড়াই হবে।