বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বিজয়ের মালা পড়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫ হাজার ৯’শ ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪’শ ৮৪ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ৬’শ ২৪ ভোট। ওই পৌরসভায় বিএনপির ভরাডুবি হয়েছে।
প্রথম ধাপে আজ (সোমবার) ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। শেষ হয় বিকেল ৪টায়। পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন আহমদ ওই পৌরসভায় ভোট দিয়েছেন।
ওই পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন। ভোট প্রয়োগ হয়েছে ৯ হাজার ৯৬টি। নয়টি সাধারণ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডের ভোট গ্রহণের জন্যে ১০ টি ভোট কেন্দ্র এবং ৪৩টি ভোট কক্ষ ছিল।
বিজয়ের মালা পড়লেন নৌকার প্রার্থী, ভরাডুবি ধানের শীষের





















