ষ্টাফ রিপোর্টারঃ স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবার বডি-ওর্ন-ক্যামেরা সেবা চালু করেছে মৌলভবাজার জেলা পুলিশ। শরীরে রাখা হবে গোপন ক্যামেরা। পুলিশের সকল কার্যক্রম রেকর্ড হবে ক্যামেরায়। অনিয়ম বা অসংগতি হলে তা এড়ানো কঠিন হবে।
বুধবার মৌলভীবাজার চৌমোহনা পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ। নাম দেওয়া হয়েছে ‘গোপন চোখ’।
এসময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক প্রমুখ।
জানাগেছে প্রাথমিক পর্যায়ে মৌলভীবাজার জেলায় ট্রাফিক পুলিশকে ১০টি বডি-ওয়ার্ন-ক্যামেরা এবং ৫টি ক্যামেরা সম্বলিত চশমা দেওয়া হয়। এর ফলে সড়ক নিরাপত্তা জোরদার এবং দুর্নীতি কমবে বলে জানান পুলিশ সুপার।