ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার সব থানাকে শতাধিক আইপি ক্যামেরার আওতায় নিয়ে এসেছে জেলা পুলিশ। পুলিশিং সেবাকে গতিশীল ও দূর্নীতিমুক্ত রাখতে এই উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার)। এর নাম দেয়া হয়েছে ডিজিটাল আই।
রবিবার দুপুরে ডিজিটাল আই এর উদ্বোধন করেন তিনি। এসময় পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের সকল থানা ও বিভিন্ন অফিসে আমরা আইপি ক্যামেরা সংযোজন করেছি। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং দুর্নীতিমুক্ত পুলিশিং সেবা কার্যক্রম অনেক দূর এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ও জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, ডিআইও-১ মোহাম্মদ আবু তাহের এবং পুলিশ পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তাগণ।
Post Views:
0