ষ্টাফ রিপোর্টারঃ
বসতবাড়ি দখল, নামীয় দোকান কোঠা ও ফিলিং ষ্টেশনের ভাড়া আদায় করতে না পারা, মিথ্যা মামলা প্রত্যাহার এবং জীবনের নিরাপত্তার চেয়ে রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেছেন বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক সায়েক চৌধুরী। সায়েক চৌধুরীর গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কনকপুরে। মা ও ২ বোন নিয়ে তিনি লন্ডনে বসবাস করছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পিতা ইলিয়াছ মিয়া ওরফে মাহতাব উদ্দিন চৌধুরী মারা যাওয়ার পরে বড় ভাই সোহেলুর রহমান উরফে শোয়েব চৌধুরী দেশে আসা যাওয়ার সুবাধে তাদের যৌথ সম্পত্তি দেখবাল করতেন। এই সুযোগে সোহেলুর রহমান উরফে শোয়েব চৌধুরী জাল দলীল তৈরি করে যৌথ সম্পত্তি তার নামে করে নেন। সকল সম্পদের ভাড়াও তিনি ভোগ করছেন।
তিনি আরও বলেন, চলতি মাসের ৭ নভেম্বর বাংলাদেশে আসার পর থেকেই তার বড় ভাই সোহেলুর রহমান উরফে শোয়েব চৌধুরী নানা ভাবে তাকে হুমকি দিচ্ছেন। বাংলাদেশে আসার ১ মাস পূর্বে লন্ডনে থাকাবস্থায় ফোনে তাকে বলেন “তুই বাংলাদেশে আসবি না। অন্যথায় তোকে জানে মেরে ফেলবো”। উনার পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে নিয়মিত প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। যার প্রেক্ষিতে সুয়েব চৌধুরী ১২ নভেম্বর মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন (এস এল নং ১৮৯৫)। প্রবাসী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবরে একটি আবেদন করেন। আমি যাতে দেশে আসতে না পারি এবং আমার সম্পত্তি দেখাশোনা করতে না পারি সে জন্য আমার নামে ২টি মিথ্যা মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে আদালতে একটি মামলা মিথ্যা প্রমাণিত হয়েয়ে।
এদিকে আমার বড় ভাই সোহেলুর রহমান উরফে শোয়েব চৌধুরী, শোয়েব চৌধুরী, সোয়েলুর রহমান, যোয়েলুর রহমান, মোঃ ছমেদ ছৌধুরী ও সুহেল আহমদ ওই ৫টি নাম ব্যবহার করে প্রতারণা করছেন।
এবিষয়ে অভিযুক্ত সোহেলুর রহমান উরফে শোয়েব চৌধুরী এর সাথে যোগাযোগ করতে চাইলে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় এবং অনলাইনেও তাকে পাওয়া যায়নি।
Post Views:
0