লন্ডন প্রতিনিধিঃ
লন্ডনে মুক্তিযাদ্ধাদের সন্তান ও প্রজন্ম নিয়ে এম এ রাহমান হীরার সভাপতিত্বে এবং আজিজুল আম্বিয়ার পরিচালনায় এক ভার্চুয়াল সভা শুক্রবার অনুষ্ঠিত হয়।
সভায় অংশ গ্রহণকারীরা মুক্তিযাদ্ধা সন্তানদের ঐক্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সভার পরবর্তীতে এম এ রাহমান হীরাকে আহ্বায়ক এবং আজিজুল আম্বিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি ঘোষনা করা হয়। এখন থেকে এই কমিটির মাধ্যমে সকল কর্মকা- পরিচালনা করা হবে বলে জানানো হয়। এদিকে এই সংগঠনের কেন্দ্রিয় কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারন সম্পাদক মো: সেলিম রেজা নতুন কমিটিকে স্বাগত জানান।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ন আহ্বায়ক হেনা বেগম, যুগ্ন আহ্বায়ক এনামুল হক এনাম, সদস্য এডঃ আয়েশা খাতুন পপি, জাহাঙ্গীর বখত, হাফসা ইসলাম, আলমগীর টিপু, মুহাম্মদ ফখরুল ইসলাম, উম্মেল উলুরা, মনজুআরা মনি, ছায়েদুল ইসলাম খালেদ, এডঃ দেওয়ান, তালহা কিবরিয়া, মুকিত আহমেদ শওকত, নুরুন্নবি, জুবেল বেলাল, নুরজাহান শিল্পী, সি এম মনজুর আজম, মুহাম্মদ আব্দুল্লাহ মোহাইমিন পারভেজ, মিজানুর চৌধুরী ও বদরুল ইসলাম খান প্রমুখ।
Post Views:
0