ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী মিছবাহুর রহমানের (চশমা) নিরঙ্কুশ বিজয় হয়েছে। এই ফলাফল শুনে তার নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা মৌলভীবাজার পৌর শহরের সেন্টাল রোডে মিছবাহুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে মিষ্টি বিতরণ করেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়।
চশমা প্রতীকের প্রার্থী মিছবাহুর রহমান (চশমা) পেয়েছেন ৭৩২ ভোট তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী এম এ রহিম শহিদ (মোটরসাইকেল) পেয়েছেন ২শত ২টি ভোট। তথ্যটি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি আরও জানান, মোট ৯’শ ৪৪টি ভোট ছিল এর মধ্যে কাষ্ট হয়েছে ৯’শ ৩৪টি এবং বাতিল হয়েছে ২টি। শতকরা ৯৯.১৫ শতাংশ ভোট কাষ্ট হয়েছে।
বিজয়ী প্রার্থী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বিজয় পরবর্তী এক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, কালো টাকাকে উচিত শিক্ষা দিতে পেরেছি। ন্যায়ের কাছে কালো টাকার পরাজিত হয়েছে। আগামীতে কেউ কালো টাকা নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করার সাহস পাবে না।