ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লুৎফুর রহমান (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার আধকানী বাজারের হারুক মিয়ার ছেলে।
৯ অক্টোবর শুক্রবার রাতে কমলগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে আদমপুর ইউনিয়নের আধকানি উপজেলা বাজারে কিশোরী মেয়েকে (১৩) ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আধকানী উপজেলা বাজারের হারুক মিয়ার ছেলে লুৎফুর রহমান ও কাউয়ারগলা গ্রামের শরিয়ত মিয়ার ছেলে মঈনুল ইসলাম। এরপর ধর্ষণ চেষ্টার ঘটনাটি সালিশে ধামাচাপার চেষ্টা করা হলে কিশোরী মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে।
এই ঘটনায় শুক্রবার রাত পৌনে ৯টায় কমলগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টা ও সহায়তা করার অভিযোগে ২ যুবকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার প্রেক্ষিতে রাতেই কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মহাদেব বাচালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী লুৎফর রহমানকে গ্রেপ্তার করে।আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘এ ঘটনায় পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে। এমন গর্হিত সমাজবিরোধী কাজের সঠিক বিচার হওয়া দরকার।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার যুবক গ্রেপ্তার
