ষ্টাফ রিপোর্টারঃ
দেশব্যাপি ধর্ষণ বন্ধ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারে আন্দোলনরতদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রগতিশীল বাম ছাত্র সংগঠন।
বৃহষ্পতিবার বিকেলে মৌলভীবাজার চৌমুহনা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তারা।
পিনাক দেব এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাসদের মৌলভীবাজার জেলার আহবায়ক এডভোকেট মইনুর রহমান মগনু, শ্রমিক ফ্রন্ট নেতা আবুল হাসান ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মৌলভীবাজার জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ সহ আরও অনেকেই।
মানববন্ধনে এসময় বক্তারা বলেন, আজকে শান্তিপূর্ণ আন্দোলনে যারা হামলা করেছে তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। ছাত্রলীগের আতর্কিত হামলার সময় পুলিশ পাশেই দাড়িয়ে ছিলো। হামলাকারীদের টিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালীন সময়ে হঠাৎ করে ১৫/২০ জন ছাত্রলীগের নেতাকর্মীরা এসে হামলা চালায়। এতে পাঁচজন আহত হয়েছেন।