ষ্টাফ রিপোর্টারঃ ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার সদরের সহযোগিতায় মঙ্গলবার ৬ অক্টোবর বিকাল ৪টায় রায়পুর সিএনজি স্ট্যান্ডে ইঁদুর নিধন অভিযান নিয়ে কাউয়াদিঘী হাওরাঞ্চলের কৃষকদের সাথে মতবিনিময় করেছে।
রায়পুর সিএনজি স্ট্যান্ডস্থ সংস্থার কার্যালয়ে সংস্থার সভাপতি এম. ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজন আহমদের সঞ্চালনায় মতবিনিময়ে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার সদরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদুল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ রায় চৌধুরী, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আয়নাল হক।
সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা মুহিবুর রহমান খান, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম, কোষাধ্যক্ষ জুয়েল আহমদ, অফিস সম্পাদক মুর্শেদ খান রাফি, কৃষি সম্পাদক আজমল হোসেন, ইকবাল আহমদ, সদস্য আবুল কালাম ফয়েজ এবং রাকিম আহমদ।
কৃষকদের মাঝে উপস্থিত ছিলেন মুজাহিদ আহমদ, ফারুক আহম, হাসিম মিয়া, সাজিদ উল্লাহ, কাজল আহমদ, সুবিনয় ঘোষ, শফিক মিয়া, আব্দুল হাফিজ, কার্তিক ঘোষ, ইন্তাজ মিয়া প্রমুখ।