ষ্টাফ রিপোর্টারঃ আগামী ২২ অক্টোবর নিরাপদ সড়ক চাই দিবসকে সামনে রেখে মাসব্যাপী কর্মসুচির অংশ হিসেবে ৩ অক্টোবর শনিবার শ্রীমঙ্গল শহরের চৌমোহনা চত্বরে গাছের চারা ও মাস্ক বিতরন করা করছে।
এ কর্মসূচি উপলক্ষ্যে শহরের চৌমুহনা চত্বরে আয়োজিত অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) নয়ন কারকুন, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. সাঈদ, নিসচা’র সহ-সভাপতি সঞ্জয় রায়, সাধারন সম্পাদক গোলাম রহমান মামুন, দপ্তর সম্পাদক দুলা মিয়া প্রমুখ।
চৌমুহনা চত্বরে আলোচনা সভা শেষে পথচারীদের মাঝে ৩০০ মাস্ক ও ২০০ গাছের চারা বিতরণ করেন, এবং অতিথিদের নিয়ে কিছু চারা রোপণ করা হয়।