ষ্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব।
এদিকে সন্ধ্যা ৭ টায় শ্রী শ্রী নতুন কালীবাড়িতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর জন্মদিনে মৌলভীবাজারে দোয়া ও প্রার্থনা
