স্টাফ রিপোর্টার॥ সিলেট এমসি কলেজে ধর্ষন কাজের সাথে জড়িত সকল আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রোববার ২৭ সেপ্টেম্বর দূপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শহর কমিটির সভাপতি ফাহিম আহমদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুদিপ্ত চক্রবর্তী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রায়হান শিপু সহ অন্যান্যরা। বক্তারা বলেন দেশের বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়ায় ও বিচারহীনতার কারণেই ধর্ষণ বেড়ে গেছে। বার বার নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তারা ফেষ্টুনে বিভিন্ন দাবী উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
Post Views:
0