স্টাফ রিপোর্টার :
দৈনিক আপন আলো পত্রিকার নির্বাহী সম্পাদক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, সাংবাদিক আনহার আহমদ সমশাদের মাতা জাহেদা বেগম ইন্তেকাল হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
১৭ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে বার্ধক্যজনিত রোগে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। স্বামী, সন্তান, নাতীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজ বৃহস্পতিবার বাদ আছর মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) এর দরগা মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। পরে মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
জাহেদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি কবি সৌমিত্র দেব টিটু, মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, যুগ্ম সম্পাদক এস এম মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব ও মৌলভীবাজার প্রতিদিন পরিবার।
সাংবাদিক সমশাদের মাতৃবিয়োগ





















