ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা পুষ্টি সমন্বয় কমিটি’র” নেতৃত্বে, মৌলভীবাজার জেলা ও উপজেলার সাংবাদিকদের ”পুষ্টির উপর সম্যক ধারণা ও পুষ্টি উন্নয়ণ শীর্ষক একদিনের ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্টিত হয়। বৃহস্পিতবার ১০ সেপ্টেম্বর সকালে শহরের একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এর পুষ্টি উন্নয়নমূলক প্রকল্প “সূচনা কর্মসূচী” সাংবাদিকদের জন্য এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে জেলার সিভিল সার্জন তওহীদ আহমেদ সভাপতিত্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মামানুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সাত্তার, জেলা তথ্য কর্মকর্তা। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহণ করেন এবং বিভিন্ন উদহরণ মতামত ও পরামর্শ প্রদান করেন।
সাংবাদিকদের মাঝে বাংলাদেশে পুষ্টির বর্তমান অবস্থা, মৌলভীবাজার জেলার পুষ্টি সম্পর্কে ধারনা প্রদান ও তার উন্নয়নের বিভিন্ন বিয়য়ে সেভ দ্য চিলড্রেন এর সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার ড. রাইসুল হক আলোচনা করেন এবং পুষ্টি উন্নয়নে সাংবাদিকদের কার্যকরী ভুমিকা সম্পর্কে জেলা তথ্য অফিসার বিশদ আলোচনা করেন।
জেলার পুষ্টির সার্বিক উন্নয়নে সাংবাদিকগণ তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।