ষ্টাফ রিপোর্টারঃ
“এসো-এন্টি-বডি তৈরি করি, করোনা জয় করি” এই স্লোগানকে ধারণ করে মৌলভীবাজার সদর উপজেলার বাইনকা কাদেরিয়া ফিসারীজ এবং করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ মৌলভীবাজার এর যৌথ উদ্যোগে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ করা হয়।
বৃহষ্পতিবার বিকালে গিয়াস নগর ইউনিয়নের শাহ আল কাদেরিয়া-লতিফিয়া এগ্রো ফিসারীজ প্রাঙ্গণে সৈয়দ আহমদ মুকিত এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজারের প্রবীণ সাংবাদিক সরওয়ার আহমদ ও মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম সেফুল প্রমুখ।
অতিথিরা এলাকাবাসী, ফিসারীজের কর্মকর্তা-কর্মচারী ও ছিন্নমূল মানুষের মাঝে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ করেন।