ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামপাশা গ্রামে চিঠি দিয়ে চাদা দাবীর অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়,১৪ আগষ্ট রাত্রে রামপাশা চৌধুরী বাড়িতে গোপনে চিঠির মাধ্যমে ৩ লক্ষ টাকা চাদা দাবী করা হয়।এ অবস্থায় আতঙ্কিত যখন এলাকাবাসী তখন পরেরদিন ১৫ তারিখ রাতে আবারও চিঠি ফেলে রেখে যাওয়ার সময় চৌধুরী বাড়ির যুবক তাকে(জয় মালাকারকে) দেখে ফেলে,ততক্ষণাৎ বাড়ির বড়দের ডেকে এনে হাতেনাতে ধরে ফেলে তারা।
পরে পৌর মেয়র জুয়েল আহমদ ও পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদারকে অবহিত করে ছেড়ে দেয় তাকে।
১৬ তারিখ রাত্রে আবারও কঠিনভাবে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়।পরের দিন সকালে চিঠি পেয়ে চৌধুরী বাড়ির লোকেরা মেয়রের সহযোগিতায় থানায় সোপর্দ করে জয় কে।
চৌধুরী বাড়ির দিপংকর পল জানান, জয়ধন মালাকারের ছেলে জয় মালাকার,বারবার চিঠি দিয়ে আামাদের কাছে ৩ লক্ষ টাকা চাদা দাবী করে চিঠিতে লিখে চাদা না পেলে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিবে।এ অবস্থায় আমরা আতঙ্কিত।
Post Views:
0