ষ্টাফ রিপোর্টারঃ
গত ৪ আগস্ট মৌলভীবাজার সদর ও পৌর বিএনপির নতুন আহব্বায়ক কমিটি গঠন করা উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
এসময় পৌর কমিশনার আয়াছ আহমদকে সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক করা হয়। পৌর কমিশনার আয়াছ আহমদ তার বক্তব্যে বলেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান এর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ব্যতীত মৌলভীবাজারে বিএনপির আর কোনো নেতা নেই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না তাদের সামনে কথা বলতে পারবেন।
তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মৌলভীবাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। অনেকেই নানা মন্তব্য করেন। নেতাকর্মীরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মৌলভীবাজারে আওয়ামীলীগ নেতাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো বিএনপি’র লোক নেই
