ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত “বৃক্ষরোপণ কর্মসূচী ২০২০” পালন করা হয় । ২৭ শে জুলাই ২০২০ খ্রিষ্টাব্দ সোমবার, দুপুর ৩ ঘটিকার সময় মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে কর্মসূচী পালিত হয়। এসময় আয়োজনকারীরা বিভিন্ন ফলজ,বনজ, ও ভেষজ গাছ রোপন করেন।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলার দুই সম্বনয়ক জোবায়েল আহমদ শুভ ও রফিকুল ইসলাম , সদস্য, আব্দুল বারি খোবায়েব
মিজানুর রহমান মাহি,জুবায়ের আহমদ (সজিব), ফয়েজ আহমদ, তোফায়েল আহমদ (সরকারি কলেজ ছাত্র) ও শাহেদ আহমদ প্রমুখ ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা সংক্ষিপ্ত আলোচনায় বলেন বিশ্বে যেভাবে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তার জন্য আমরা মানুষরাই দায়ি । তাই আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে গাছ লাগানো । এবং পরিবেশ রক্ষায় পরিবেশ আইনের সম্মান করা । বক্তারাও আরও বলেন কেন্দ্রীয় নির্দেশেই এই আয়োজন, বৃক্ষ যেমন পরিবেশের জন্য জরুরি ঠিক তেমনি মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করার লড়াইয়ে যোগ দেওয়া তরুনদের দায়িত্ব ।
Post Views:
0