স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক এম এ সালাম শারীরিক অসুস্থতা নিয়ে সিলেট নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এম এ সালামের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ ক’দিন ধরে জ্বর, কাশিসহ শারীরিক সমস্যায় ভুগছিলেন।
শনিবার ২৫ জুলাই রাতে তার শ্বাসকষ্ট দেখা দেয়, কাশি ও জ্বর বেড়ে যায়। এ অবস্থায় তাকে জরুরিভিত্তিতে নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে অক্সিজেন সাপোর্টসহ যাবতীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে তার করোনাভাইরাসের নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। জানা গেছে বর্তমানে তার অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক মাত্রায় (৯৬) রয়েছে। পরিবারের পক্ষ থেকে এম এ সালামের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম অসুস্থ
