ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার পৌর শহরের বেরিরপার এলাকায় বুধবার দুপুরে মাতৃভূমি ইলেকট্রনিক্সে যমুনার ইলেকট্রনিক্স পণ্যের এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করা হয়।
মাতৃভূমি ইলেকট্রনিক্সের প্রোপ্রাইটার জুয়েল আহমদ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, যমুনা ইলেকট্রনিক্সের সিলেট বিভাগীয় ব্যবস্থাপক সৈয়দ নাছিরুল ইমাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ এডভোকেট গৌছ উদ্দিন লিকছন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, যমুনা টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি আফরোজ আহমেদ, সাংবাদিক আব্দুর রব, দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, মির্জা মহন বেগ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আক্তার উদ্দিন, শিক্ষানবীশ আইনজীবি তপন দে ও মাওলানা আব্দুস ছাত্তার প্রমুখ।
এসময় অতিথিরা ফিতা কেটে যমুনার ইলেকট্রনিক্স পণ্যের এক্সক্লুসিভ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।