রাজনগর প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার সামাজিক দূরত্ব বজায় না রেখে এবং মুখে মাস্ক না পড়ে লুঙ্গি বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে সরকারের কোনো বিধি নিষেধ মানা হয়নি। বৃহস্পতিবার উপজেলার কামারচাক ইউনিয়নে অনুষ্ঠানর আয়োজন করা হয়। অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন অলিলা গ্রুপের পরিচালক ও ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক ও শারীরিক আইন লঙ্গনের এ ছবি আপলোড হওয়ার পর চমালোচনার শুরু হয়। স্থানীয় সচেতন মহল বলছেন, অলিলা গ্রুপের পরিচালক জনপ্রতিনিধি হয়ে সরকারি বিধি নিষেধ লঙ্গন করে এমন কাজ করা সমীচীন হয়নি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলতাফুর রহমান, ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল খালিক, সাবেক মেম্বার আব্দুল মনাফ, করাইয়া বাজারের ব্যবসায়ী ও আব্দুল মজিদ প্রমুখ।
Post Views:
0