স্টাফ রিপোর্টারঃ
চলমান করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে কর্মহীন শ্রমজীবী ও দুস্থ অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ালো তারেক জিয়ার সৈনিক। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান জমদূত করোনা (কোভিড-১৯) মহামারি পরিস্থিতির প্রেক্ষিতে মৌলভীবাজারে ৪ হাজার কর্মহীন শ্রমজীবী ও দুস্থ অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ালো তারেক জিয়া যুব সৈনিক।
মঙ্গলবার ১৯ মে দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি মোঃ জাকির হোসেন উজ্জ্বল এর সার্বিক তত্বাবধানে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যেমে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোঃ সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
Post Views:
0