ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সদর উপজেলায় সোমবারে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান আক্রান্তদের সবাই সদর উপজেলার। সবাইকে চিকিৎসার আওতায় আনা হচ্ছে। এরা সবাই শহরের বাসিন্দা। তারা পুরাতান রোগীদের আত্মীয়-স্বজন এবং তাদের সংস্পর্শে থাকা। তিনি আরও জানান, ঢাকার ল্যাব থেকে এই তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলার করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এরমধ্যে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের ১০ জন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন।