ফ্রান্স প্রতিনিধিঃ ফ্রান্সে লকডাউন তুলে নেওয়ার ১ম দিন ১১ মে সোমবার মানুষ সাধারণ জীবনে ফিরেছে। লকডাউন তুলে নিলেও থাকছে বেশ কিছু বিধিনিষেধ ও কড়াকড়ি। গত ১৪ মার্চ থেকে ১০ মে একটানা ৫৭ দিন পর গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হয় ফ্রান্সিসরা। মেট্রোরেল সহ পাবলিক ট্রান্সপোর্ট ব্যাবহরে মাস্ক এবং ১ মিটার দূরত্ব রেখে ট্রান্সপোর্টে যাতায়াত বাধ্যতামূলক করা হয়েছে। এখনো বন্ধ রয়েছে কফি বার এবং রেস্টুরেন্ট।
ভয়াবহতা কেটে ওঠেনি প্যারিসে। চিকিৎসকদের রেড জোন তালিকাভুক্ত ইল দ্যো ফ্রান্স এরিয়ার পাবলিক ট্রান্সপোর্ট এবং স্টেশনগুলো ছিলো লোকারণ্য। এমন অসচেতনতা এবং ভীড়ের চিত্র দেখে হতাশা ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েভ থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্পনেই বলে জানিয়েছেন তারা। আজ সকাল ১১ টায় বাঙ্গালী অধ্যুষিত সাখসেল স্টেশন থেকে প্যারিসগামী RER B এবং RER D এ দেখা যায় এমন উপচেপড়া ভিড়। নেই মাস্ক, মানছেন না সামাজিকদূরত্ব। বাংলাদেশী একজন প্যারিসিয়ান তার ফেসবুকে ছবিগুলো পোস্ট করে হতাশা ব্যাক্ত করে লিখেন ‘এই ভয়ংকর চিত্র জানান দিচ্ছে হয়তো খুব শীগ্রই আবারও করোনা সুনামি আসন্ন!