বিশেষ প্রতিনিধিঃ
“ত্রাণ নয় উপহার, লজ্জানয় অধিকার” এই স্লোগানকে সামনে রেখে সিলেটস্থ বড়লেখা ছাত্রকল্যাণ সংঘের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামের ৩৯২টি মধ্যবিত্ত পরিবারকে সহযোগীতা করা হয়েছে। প্রকাশ্যে কিংবা কোনো ফটোসেশন ছাড়াই রাতের আধারে সংগঠনের সদস্যরা অভাবীদের বাড়িতে এসব উপহার পৌঁছে দেন। কাকে দেয়া হচ্ছে সংগঠনের পরিচালক ও সেচ্ছাসেবক ছাড়া আর কেউ জানেন না। এই কর্মকান্ডে জেলা জোড়ে অনেকটা প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিক গ্রুপ করোনা মহামারীতে নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তের পাশে আসুন (বড়লেখা) নামে একটি গ্রুপ খুলে সংগঠনটি তার এই মহতি কার্যক্রম শুরু করে। চালু করা হয় হটলাইন, যাতে সহজে কারো কাছে ত্রাণ সহযোগীতা চাইতে পারেন না বা পারছেন না শুধু তাঁরাই কল দিয়ে তাদের তথ্য দিচ্ছেন। তাদের পরিবারের সদস্য সংখ্যা বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরির প্যাকেজ তৈরি করে কল লিস্ট অনুসারে “বড়লেখাবাসীর উপহার” লেভেল লাগিয়ে মধ্যবিত্তের ঘরে পৌঁছে দেয়া হচ্ছে।
সংগঠনের অফিস সূত্রে জানা যায়, এর মধ্যে ২’শ পরিবারকে সবজি, ১’শ ১০ পরিবারকে মাছ, ৭৫ পরিবারকে খাদ্যসামগ্রী, ৫ পরিবারকে ঔষধ ও ২ পরিবারের মধ্যে কাফন বিতরণ করা হয়। সংগঠনে ১’শ ৫০ জন সেচ্ছাসেবক নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এ কার্যক্রমে দেশ-বিদেশে অবস্থানরত বড়লেখাবাসীসহ বিভিন্ন অঞ্চলের সুধী ও শুভাকাংঙ্খীরা সহযোগীতা করায় নেতৃবৃন্দ তাদের প্রতি কৃতজ্ঞ।
বড়লেখায় ৩৯২ পরিবারের পাশে সিলেটস্থ বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ
