ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার পৌর এলাকায় এসিড মশা নিয়ন্ত্রণে ফগার মেশিন দিয়ে কীটনাশক ছিটানোর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার উদ্যোগে শহরের কোর্ট এলাকায় এর উদ্বোধন করা হয়।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, ফয়ছল আহমদ, নাহিদ হোসেন, প্রকৌশলী নকিবুর রহমান ও জেলা পরিষদের সদস্য জাবেদ হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে পৌর সভার বিভিন্ন স্থরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
তবে পৌর নাগরিকরা বলছেন এ উদ্যোগ আর আগে নেয়া প্রয়োজন ছিল। কারণ করোনা সংক্রামনে অফিস আদালত বন্ধ থাকায় নিস্তব্ধ এই শহরে ইতিমধ্যে মশার বিস্তার লাভ করেছে।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, পর্যাক্রমে পৌর সভার ৯টি ওয়ার্ডেই এই স্পে ছিটানো হবে। করোনা নিয়ন্ত্রণের পাশাপাশি এসিড মশা নিয়ন্ত্রণেও আমরা সতর্ক রয়েছি।
মৌলভীবাজারে এসিড মশা নিয়ন্ত্রণে কীটনাশক স্পে
