ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার থেকে গ্রামে গ্রামে লক ডাউন শুরু হয়েছে। স্থানীয়রা গ্রামে প্রবেশের মূল রাস্তায় নিজ উদ্যোগে বাঁশ বেঁধে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। সাথে লক ডাউন লিখে সাইন বোর্ডও ঝুঁলিয়েছেন। করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করায় এমনটি করছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার কুলাউড়া উপজেলার বাদে ভুকশিমইল গ্রামকে স্থানীয়রা ওই এলাকাকে লক ডাউন ঘোষণা করেছেন। এভাবে জুড়ী উপজেলায় ৭টি, কমলগঞ্জ উপজেলায় ১২টি, রাজনগর উপজেলায় ৮টি, সদরে ৫টি ও বড়লেখা উপজেলায় ৩টি গ্রামকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।
এলাকাবাসী বলেছেন, আরও আগে এ উদ্যোগ নেয়া গেলে করোনার বিস্তার থেকে কিছুটা হলেও বাঁচা সম্ভব হতো।
তবে এবিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বলছে, ভাবে এলাকাবাসী এগিয়ে আসলে করোনা ভাইরাসের মোহামারি থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে।
মৌলভীবাজারে গ্রামে গ্রামে লক ডাউন
