ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের পৌর কমিউনিটি সেন্টারে কোয়ারেন্টাইন না মেনে বিয়ে করতে যাওয়ায় তা বন্ধ করে দিয়েছে প্রশাসন। মেয়ের অভিবাককে এবং কমিউনিটি সেন্টারকে পৃথক পৃথক ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। বরকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
জানা যায়, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের এক যুবক গ্রীস থেকে দেশে ফিরেন ৮ মার্চ। এরই মধ্য ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন না মেনে ১৯ তারিখ (বৃহস্পতিবার) ১১তম দিনে বরযাত্রীসহ বিয়ে করতে আসেন শহরের পৌর কমিউনিটি সেন্টারে।
খবর পেয়ে সেখানে হাজির হয় প্রশাসন এবং বিয়ে বন্ধ করে দেন। সেই সাথে মেয়ে পক্ষকে ৫০ হাজার এবং কমিউনিটি সেন্টারের ম্যনেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যজেস্ট্রেট নেছার উদ্দিন জানান, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে। সেই সাথে কমিউনিটি সেন্টারের ম্যানাজারকে সতর্ক করা দেওয়া হয় যেনো এমন আয়োজন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়।
মৌলভীবাজারে বিয়ের আসর থেকে বর কোয়ারেন্টাইনে
