হোসাইন আহমদঃ
করোনা ভাইরাসের পূর্ব প্রস্তুতি হিসেবে মৌলভীবাজারে রাজনগর, জুড়ী ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ বেডের পুরোটাকেই এর আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি জুড়ী ও কমলগঞ্জ উপজেলায় আরও ৫০টি বেড প্রস্তুত করে রেখেছে কর্তৃপক্ষ।
শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে বিষয়টি জেলাবাসীর অবগতির জন্য জানায়। নোটিশে বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃ বিভাগে কোনো রোগীই ভর্তি করা হবে না। এ সংবাদ শুনেই রাজনগর উপজেলার বাসিন্দারা শনিবার রাতে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করেন। তারা ওই হাসপাতাল থেকে স্বাস্থ্য সেবা নিতে চান বলে, নানা স্লোগানও দেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধ এবং প্রতিকারে করণীয় সংক্রান্ত গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে মৌলভীবাজারে করোনা ভাইরাসের জন্য ১০০ বেড প্রস্তুত করা হয়।
এবিষয়ে সিভিল সার্জন তৌহিদ আহমদ বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে এ পর্যন্ত জেলার কোথায়ও করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি।