ষ্টাফ রিপোর্টারঃ
“সোনালী আশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগতা তৈরি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের মৌলভীবাজার কার্যালয়ের কো-অর্ডিনেটর নেয়াজ মুর্শেদ, সবুজ ছায়া মহিলা উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্ঠা রবিউল ইসলাম রাসেল ও সভানেত্রী ছালেহা বেগম প্রমুখ।
মৌলভীবাজারে জাতীয় পাট দিবস পালিত
