স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার উপজেলার সোনারবাংলা আদর্শ ক্লাবের সহ ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান চৌধুরী সাকিবের পিতা পূর্বসাধুহাটি নিবাসী সাধুহাটি এবি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জনাব আতাউর রহমান ছিলিক সাহেব গত ২৬ ফেব্রুয়ারী রাত্র সাড়ে দশটায় সিলেট নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর ০২টা৩০ মিনিটে নিজ গ্রাম সাধুহাটি এ বি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সাকিবের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সোনারবাংলা আদর্শ ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি কয়েছ মিয়া,সাধারণ সম্পাদক আলামিন কবির সোহাগ,সহ-সভাপতি শাকির হোসেন,তোফায়েল আহমেদ, রিপন আহমেদ,সহ-সাধারণসম্পাদক সাম্মু চৌধুরী সহ ক্লাবের বিভিন্ন সদস্য বৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সোনারবাংলা আদর্শ ক্লাবের সহ ক্রীড়া সম্পাদক সাকিবের পিতৃবিয়োগে শোক প্রকাশ
