স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলার আটঘর উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকালে শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিদ্যালয়ের নব নির্মিত শহিদ মিনার ও মুক্তিযুদ্ধা কর্ণারের উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীরা শহিদদের স্মরণে এক বর্ণাঢ্য র্যালি বের করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিন মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আজাদের রহমান ও নাজিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ এনামুল হক রাজা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক সহ এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে শহিদ মিনার ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন
