ষ্টাফ রিপোর্টারঃ
সাদ পন্থিদের দাওয়াত ও তাবলীগের নামে মৌলভীবাজারে জেলা ইজতেমার অনুমতি না দেয়ার দাবিতে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে উলামা পরিষদ মৌলভীবাজারের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উলামা পরিষদ এর মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা মুফতি শামছুজ্জোহা, কারী সামছুল হক ও হাবিবুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে উলামা পরিষদ দাবি করেন, মাওলানা সাদ ভ্রান্ত মতবাদ প্রচারের লক্ষ্যে জেলা ইজতেমা আয়োজনের পায়তারা করছেন। মাওলানা সাদের অনুসারীরা তাবলীগ থেকে বিচ্যুত হয়ে হিং¯্র বাহিনীতে পরিণত হয়েছে। এসব সন্ত্রাসী বাহিনী তাবলীগের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
মৌলভীবাজারে সাদ পন্থিদের জেলা ইজতেমার অনুমতি না দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন
