স্টাফ রিপোর্টারঃ লেখক, সাংবাদিক ও নাট্য ব্যাক্তিত্ব নবাব উদ্দিনের তিনটি বইয়ের প্রকাশনা উৎসব মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার প্রেসক্লাবে সোমবার রাতে সাংবাদিক ও সুধীবৃন্দদের নিয়ে এই উৎসব সম্পন্ন হয়। মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুবের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী ও বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ ব্যুরো প্রধান আ.স.ম. মাসুম।
এছাড়াও বক্তব্য রাখেন- সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, প্রবাসী সাংবাদিক রুহুল আমিন, বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, আমাদের অর্থনীতির প্রতিনিধি সরওয়ার আহমদ, প্রথম আলোর প্রতিবেদক আকলম হোসেন নিপু, মোহনা টিভির প্রতিনিধি রাধাপদ দেব সজল, শাল্লা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সুবহানী, রাজনীতিবীদ আহসান উদ্দিন সুইট, দীপ্ত টিভির প্রতিনিধি বকসী মিছবাহ উর রহমান, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি ফেরদৌস আহমদ, ভোরের পাতার প্রতিনিধি এ. এস. কাঁকন প্রমুখ।
আলোচনা সভার আগে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইগুলো হলো যেতে যেতে পথে, দ্যা রেসিস্ট মার্ডার অব আলতাব আলী ও দীপ্ত পথচলা। এর মধ্যে ‘দীপ্ত পথচলা’ বইয়ে ৭১ জন লেখক নবাব উদ্দীনকে নিয়ে লিখেছেন।
প্রকাশনা উৎসব ও তার নিজ বাসার নৈশ্য ভোজে হয়েছিল অনেকগুলো আলোকিত মানুষের মিলনমেলা। অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক ও লেখক নবাব উদ্দীনকে বিলেতের বাংলা মিডিয়া ও বাঙালি কমিউনিটির সত্যিকারের নবাব বলে অভিহিত করেন বক্তারা।
Post Views:
0