ষ্টাফ রিপোর্টারঃ
বাঙ্গালী নৃত্য দেখে আবেগ আপ্লুত হয়ে নিজেরাই নৃত্যে অংশ নিতে স্টেজ থেকে নেমে পড়েন ব্রিটিশ শিক্ষিকারা। সম্প্রতি এই দৃশ্যের অবতারণা হয় মৌলভীবাজার শহরের হোয়াইট পার্ল স্কুল এন্ড কলেজের একটি লন্ডন শিক্ষকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে।
লন্ডন থেকে আগত শিক্ষকদের সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীরা শুরুতে বাঙ্গালী নৃত্য পরিবেশন করে। প্রথম দিকে ব্রিটিশ শিক্ষকরা শিক্ষার্থীদের ওই নৃত্য মনযোগ সহকারে উপভোগ করেন। নৃত্যের এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে নিজেরাই শিক্ষার্থীদের সাথে অংশ নেন বাঙ্গালি নৃত্যে। শিক্ষার্থীদের সাথে তারা নিজেরাই মাঠে নাচেন। এসময় দর্শনার্থীরা ব্রিটিশ শিক্ষকদের এই উদ্যোগ দেখে আনন্দিত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, লন্ডন কার্ডিফ শহরের সাবেক মেয়র আলী আহমেদ, লন্ডনের শিক্ষক রিবিচা মরি, ছিমন পিলিপস, মিস্টার লিউজ ফিটগ্রেল্ট, মাইকেল কবার্ণ হাইজ, নিক্কি বিচ, ক্রিস্টিনা রয়, কারেন্ট টক, মিলিসা এভেনস, লেয়ার মেরিডিট ও শফিক মোহাম্মদ প্রমুখ।
Post Views:
0